সাকিবের ঢাকা টেস্ট শেষ

খেলাধুলা

ইনজুরির কারণে শেষ সাকিবের ঢাকা টেস্ট।

মাত্র ১০ দিনের ব্যবধানে একই জায়গাতে দুইবার চোট পাওয়ায় ইনজুরিটা গুরুতর হয়েছে। পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকেও চেয়েছেন ছুটি। সাকিবকে ছুটি দেয়ার ব্যাপারে বোর্ডও ইতিবাচক। এসব জানিয়েছেন আকরাম খান।

ইনজুরিতে শেষ ম্যাচে সাকিব থাকছেন না তা ধারণা পাওয়া গিয়েছিল চট্টগ্রাম টেস্টেই। মাত্র ১০ দিনের ব্যবধানে একই জায়গাতে দুইবার চোট পান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কুচকিতে টান লাগার পর, একই সমস্যার জন্য চট্টগ্রাম টেস্টেও দ্বিতীয় ইনিংসে ব্যাট-বল করতে পারেননি সাকিব।
ইনজুরির কারণে ঢাকা টেস্টেও থাকছেন না সাকিব আল হাসান। 

এ বিষয়ে বিসিবি’র  ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান বলেন, “ক্যাপটেন, সিলেক্টর ও কোচদের সাথে কথা বলে যদি রিপ্লেসমেন্ট লাগে তাহলে নেব।”   

কিন্তু নিউজিল্যান্ড সফরেও পাওয়া যাবে না সাকিবকে। পারিবারিক কারণে ঐ সময়ে বিসিবির কাছে ছুটি চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আকরাম খান বলেন, “সে (সাকিব) একটা মেইল করেছে। তার তৃতীয় সন্তান হবে, এটাও আমরা দেখছি। বোর্ডের সবার সাথে আলোচনা করে এ বিষয়ে আমরা একটা রিপলাই দেব।”  

চট্টগ্রাম থেকে দুপুরে ঢাকায় ফেরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই দলই। তবে সাকিব হোটেলে না উঠে ফিরেছেন বাসায়। শেষ টেস্টের জন্য মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন।