রাজকাপুরের ছোট ছেলে অভিনেতা রাজিব কাপুর মারা গেছেন।
জীবনাবসান হলো বলিউডে কাপুর পরিবারের আরেক তারকার। ‘রাম তেরি গঙ্গা মইলি’- খ্যাত রাজিব কাপুর মারা গেছেন। তিনি রাজকাপুরের ছোট ছেলে। মঙ্গলবার, ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বলিউড তারকারা।
গত বছর ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠবার আগেই আবারও শোকের ছায়া নেমে এলো বলিউডের কাপুর পরিবারে। এবার বিদায় হলো রাজ কাপুরের ছোট ছেলে রাজিব কাপুরের।
বড় ভাই অভিনেতা রণধীর কাপুর জানান, মঙ্গলবার সকালে রাজিব অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডের শোবিজ জগতে।
দাদা পৃথ্বি রাজ কাপুরের হাত ধরে যে ঐহিত্যের শুরু, সেই ঐতিহ্য মেনেই ১৯৮৩ সালে এক জান হ্যায় হাম ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেছিলেন রাজিব। এরপর বাবা রাজ কাপুরের হাত ধরে ‘রাম তেরি গঙ্গা মইলিতে’ অভিনয় করেন। ওই সিনেমাই তার জীবন বদলে দেয়।
এরপর ‘আসমান’, ‘জবরদস্ত’, ‘হম তো চলে পরদেশ’, ‘জমিনদার’-এর মতো একাধিক বক্স অফিস হিট করা সিনেমায় কাজ করেন রাজীব কাপুর। যদিও ১৯৯০ সালে ‘জামিনদার’ মুক্তির পর আর অভিনয় করতে দেখা যায়নি তাকে।
১৯৯০- এরপর পরিচালনা এবং প্রযোজনার কাজ শুরু করেন রাজীব কাপুর। প্রেম গ্রন্থ, আ আব লট চলে-র মতো একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেন রাজীব কাপুর। ২৮ বছরের বিরতির পর ফের বড় পর্দায় ফিরেছিলেন তিনি। আশুতোষ গোয়াড়িকরের তুলসিদাস জুনিয়র ছবিতে দেখা যাবে তাকে। গত বছর ডিসেম্বরেই প্রকাশ্যে আসে এই ছবির কথা। এই স্পোর্টস ড্রামায় সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাজীব কাপুরকে।