বিশ্বের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ হিসেবে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ১১৬ বছর বয়সী এক ফরাসি নান।
জেরোন্টোলজি গবেষণা গ্রুপের মতে, ফরাসি নারী লুসিল র্যানডোন জীবিতদের মধ্যে বিশ্বের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।
ফরাসি পত্রিকা ভার-মাতিন’কে দেয়া সাক্ষাৎকারে সিস্টার এন্ড্রে জানান, ‘আমি বুঝতেই পারিনি যে আমি করোনায় আক্রান্ত।’ আগামী বৃহস্পতিবার তিনি ১১৭তম জন্মদিন উদযাপন করবেন বলে আশা করছেন।
ফরাসি গণমাধ্যমের তথ্য মতে, গত জানুয়ারির মাঝামাঝি সময়ে সিস্টার এন্ড্রে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের তুলন শহরে করোনা টেস্টে পজিটিভ হন। কিন্তু আক্রান্ত হওয়ার তিন সপ্তাহের মধ্যেই তিনি সেরে ওঠেন।
সিস্টার এন্ড্রে অন্ধ এবং তিনি হুইলচেয়ারে চলাফেরা করেন। চিকিৎসা নেয়ার সময় তিনি এ নিয়ে কোনো চিন্তাই করেননি। গত জানুয়ারিতে সিস্টার এন্ড্রের সঙ্গে একই বাসায় থাকা ৮৮ জনের মধ্যে ৮১ জনই করোনাভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে ১০ জন মারাও যান।