বগুড়ায় মোটরমালিকদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। এ মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, প্যানেল মেয়র আমিনুল ইসলামসহ তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
আজ বুধবার ভোর রাতে সদর থানায় এসব মামলা করেন পুলিশ ও মোটর মালিকদের দুই পক্ষ।
এদিকে সংঘর্ষের জেরে কর্মবিরতি পালন করছেন মোটর মালিক শ্রমিক যৌথ কমিটি। সকাল থেকে শহরের অধিকাংশ বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দীর্ঘ দিন ধরে চলা কমিটি নিয়ে বিরোধ এবং মোটর মালিক গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার হামলা ও সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে আটক ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
কমিটি নিয়ে বিরোধের জেরে আদালতের নির্দেশনায় বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে মালিক গ্রুপের প্রশাসক নিয়োগ করা হয়। কমিটি দেয়ার উদ্যোগ নেয়ার প্রস্তুতির মধ্যেই গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে।