নওগাঁর নিয়ামতপুরে ভাইয়ের শাবলের আঘাতে আপন বোনসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে, নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের লক্ষিতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর মেয়ে লিপি রানী (৩২) ও ভাদরন্ড গ্রামের মৃত জামিনি কান্তের ছেলে মনু (৫৫)।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে লক্ষিতাড়া গ্রামের মৃত নিপেন সিং এর ছেলে প্রদীপ সিং আকস্মিক আপন বোন লিপি রানীকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। এসময় পথচারী মনু তাকে বাধা দিতে গেলে তাকেও একইভাবে শাবল দিয়ে মাথায় আঘাত করে। শাবলের আঘাতে দু’জনই মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত জনতা প্রদীপকে আটক করে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রদীপকে থানায় নিয়ে যায় এবং লিপি রানী ও মনুকে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডাঃ আহমদুল্লাহ তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। তিনি জানান, লিপি রানী ও মনু ঘটনাস্থলেই মারা যান।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, ঘটনা জানার সাথে সাথে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে হাজির হই। মরদেহ দুটিকে হাসপাতালে পাঠিয়ে দেই এবং প্রদীপকে আটক করে থানায় নিয়ে আসি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, প্রদীপ একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।