সু চি’র দলীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে মিয়ানমারের পুলিশ

আন্তর্জাতিক

মিয়ানমারের ইয়াঙ্গুনে অং সান সু চির দল এনএলডি’র কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।

এক ফেসবুক পোস্টে এনএলডি জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়। কার্যালয়ে ভাংচুর চালিয়ে সবকিছু ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছে এনএলডি।  

এদিকে মঙ্গলবার নেপিদোতে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত হয়েছেন অন্তত ৪ বিক্ষোভকারী। এরমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বিক্ষোভকারীদের সতর্ক করতে প্রথমে ফাকা গুলি ছোঁড়ে পুলিশ। এতে কাজ না হলে রাবার বুলেট ছোঁড়ে। যদিও আঘাতের ধরন দেখে তা আসল বুলেট ছিল বলে সন্দেহ করছেন চিকিসকরা। 

মান্দালায়ে টিয়ার শেল ছোড়া হয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করা হয়। বিক্ষোভে সংঘর্ষে ৪ পুলিশ আহত হয়েছে বলে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।  

মঙ্গলবার মান্দালায়ে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করে ২০ হাজার মানুষ। মিয়ানমারের পুলিশের বিক্ষোভ দমনের নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।