টিকা কেন্দ্রে ভিড়

বাংলাদেশ

প্রতিদিনই বাড়ছে করোনা টিকা গ্রহীতার সংখ্যা। ভয় ও আতঙ্ক কাটিয়ে ভ্যাকসিন নিতে কেন্দ্রে ভিড় করছেন সাধারণ মানুষ।

গত কয়েকদিনে ভ্যাকসিন নেয়া অনেকেই টিকা কার্যক্রমের পঞ্চম দিনে পরিবারের অন্য সদস্যদের নিয়ে কেন্দ্রে এসেছেন। টিকা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বেশিরভাগ মানুষই জানিয়েছেন, ভোগান্তি ছাড়া সহজেই টিকা নিতে পারছেন তারা।  

এখন পর্যন্ত টিকা গ্রহণের পর কোনো জটিলতা দেখা না দিলেও, হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে, সাধারণ মানুষের পাশাপাশি টিকা নিতে হাসপাতালে বিশিষ্ট ব্যক্তিরাও আসছেন। 

বুধবার সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। যা প্রথম তিন দিনের তুলনায় যা কয়েকগুণ বেশি। দেশে চতুর্থ দিন শেষে মোট টিকা নিয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৪০ হাজার ৯০৭ জন।  তাদের মধ্যে পুরুষ ২৮ হাজার ২৯২ জন আর নারী ১২ হাজার ৬১৫ জন।