পশ্চিমবঙ্গে বোমা মিজানের ২৯ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণ মামলায় জাহিদুল ইসলাম কওসার ওরফে বোমা মিজানকে ২৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (১০ ফেব্রুয়ারি), ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সামন্ত এই রায় দেন। রায়ে পাঁচটি ধারায় মিজানকে পাঁচ বছর করে ও দুটি ধারায় দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সবগুলো ধারার সাজা একের পর এক কার্যকর হবে।

এ মামলায় দণ্ডিতদের মধ্যে বোমা মিজানই সর্বোচ্চ সাজা পেলেন। বোমা মিজান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সদস্য।

এর আগে, মামলায় অভিযুক্ত ৩৪ জনের মধ্যে ৩২ জন আদালতে দোষ স্বীকার করে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়।