ময়মনসিংহের ৩ জনের যাবজ্জীবন, ৫ জনের ২০ বছর, খালাস ১

সকল জেলা

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ৯ আসামির ৩ জনের যাবজ্জীবন, ৫ জনের ২০ বছর, এবং একজনকে খালাস দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

এ মামলার মোট আসামি ছিলেন ১১ জন। ১১ আসামির বিরুদ্ধে এ মামলায় ২০১৮ সালের চৌঠা মার্চ অভিযোগ গঠন করেন আদালত। পরে গ্রেপ্তার একজন ও পলাতক একজন মারা যান।  

২০১৭ সালের ২০শে ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামিদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।