জিয়ার বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ

বাংলাদেশ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি শেখ সাঈদ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।

মাসুদ অরুন বক্তব্যে বলেন, আল জাজিরার অনুসন্ধানে বেরিয়ে এসেছে দেশের কালো টাকার মালিকলুটেরা এ দেশ চালাচ্ছে। এদেশের মানুষের ওপর অস্ত্র ব্যবহার হচ্ছে। কারো চাকরি হচ্ছে না, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় জিয়াউর রহমানের খেতাব বাতিল করতে চাইছে সরকার। এ বিষয়ে তালবাহানা না করার জন্য হুঁশিয়ারি দেন বক্তারা।