মিয়ানমারে অং সান সুচিসহ সকল রাজবন্দির মুক্তি ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে যুক্তরাজ্য ও ইইউ’র প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল ।
ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের অনুরোধে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক বিশেষ অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘‘নির্বাচারে আটককৃতদের’’ মুক্তি এবং ‘‘নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার’’ দাবি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়।
ওই প্রস্তাবে আরো বলা হয়েছে, মিয়ানমারে আন্দোলনরত বিক্ষোভকারীদের ওপর সামরিক সরকারের দমন পীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে। জেনেভায় কাউন্সিলের কার্যালয়ে কোন ধরনের বিরোধিতা ছাড়াই প্রস্তাবটি গ্রহণ করা হয় । যদিও পরে রাশিয়া ও চীন বলেছে, তারা প্রস্তাবের সাথে একমত নয় ।
এদিকে ব্রিটেন ও ইইউ’র প্রস্তাব কোনভাবেই গ্রহণযোগ্য নয় আখ্যা দিয়ে প্রত্যাখান করেছে মিয়ানমার। জাতিসংঘের মানবাধিকার তদন্ত দলের সুপারিশের পর এই প্রস্তাব গ্রহণ করেছে ৪৭ সদস্যের কাউন্সিল।
নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে সুপারিশে বলা হয়, সেনা অভ্যুত্থানের জবাবে মিয়ানমারের ওপর অর্থনৈতিক, সামরিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে হবে ।