করোনার টিকা নিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভারত বায়োটেকের তৈরী কোভ্যাক্সিন টিকার প্রথম ডোজ নেন তিনি।
টুইটারে টিকা নেয়ার ছবি পোস্ট করে, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক ও বিজ্ঞানীদের ধন্যবাদ জানান তিনি। এছাড়াও মনোনীতদের টিকা নিয়ে ভারতকে সম্মিলিতভাবে করোনা মুক্ত করার আহ্বান জানান মোদী।
১৬ই জানুয়ারি থেকে ভারতে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে প্রথম দফায় স্বাস্থ্যকর্মী ও সম্মুখ সারির যোদ্ধাদের করোনা টিকা দেওয়া হয়। আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফায় ৬০ বছর বয়সী ও ৪৫ বছরের উপর থাকা অসুস্থ নাগরিকদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪৩ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।