এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে ২শ’ ৬২টি দুর্ঘটনায় ২শ’ ৯৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৪শ’ ৮৮ জন।
আজ শুক্রবার (৩০শে জুলাই) সকালে রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
প্রতিবেদনে বলা হয়, একসাথে গাদাগাদি করে যাতায়াতের কারণে গত ৬ বছরের তুলনায় এবারের ঈদে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেড়েছে। গত ১৪ই জুলাই থেকে ২৮শে জুলাই পর্যন্ত ১৫ দিনে, সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৪০টি।
এতে ২শ’ ৭৩ জন নিহত এবং ৪শ’ ৪৭ জন আহত হয়েছেন। রেলপথে ৯টি দুর্ঘটনায় ১১ জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। নৌ পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ২১ জন।
বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ৮৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৯৩ জন নিহত। এতে আহত হয়েছেন আরও ৫৯ জন।