৭ গোলের প্রীতি ম্যাচে জার্মান ক্লাব হার্থা বার্লিনের কাছে ৪-৩ গোলে হেরেছে অলরেডরা। লম্বা ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের ফেরার ম্যাচে হেরে গেলো ইংলিশ জায়ান্ট লিভারপুল।
লিভারপুল ও হার্থা বার্লিনের মধ্যকার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে অস্ট্রিয়ার টিভো স্ট্যাডিওন গ্রাউন্ডে। অপরিচিত মঠে দুই দলই নামিয়েছিলো তাদের সেরা দল। মানে, সালাহ, মিলনার, আলেক্সান্ডার আর্নল্ডরা ছিলেন দলে। সাথে দীর্ঘ ৯ মাস পর ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ছিলেন বেঞ্চে।
শুর থেকেই আক্রমনাত্মক লিভারপুল। ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যেতে পারত তারা। মো সালাহর ক্রসে সাদিও মানের অন টার্গেট হেডার অসাধারন দৃঢ়তায় ঠেকিয়ে দেন বার্লিন কিপার আলেক্সান্ডার ইশকোলো।
এর ঠিক মিনিট পাচেক পর ফ্রি কিক থেকে বাড়ানো বল জালে জড়ান বার্লিনের সান্তিয়াগো আসকাসিবার। তবে গোল দেবার সময় কিপারের সাথে সংঘর্ষে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে।
কিছুক্ষণ পর সমতা ফেরাতে মরিয়া লিভারপুলের দূর্গে আবারো আঘাত হানে দি ওল্ড লেডিরা। ডি-বক্সে সুয়াট সেরদারের নেয়া ভলি ঠেকাতে ব্যর্থ হন গোলরক্ষক কুইভেন কেলেহার।
তবে হাফ টাইমের আগেই দুই গোল শোধ করে অল রেডরা। ৩৭ মিনিটে দলের প্রথম গোলটি করেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। আর বিরতিতে যাবার ঠিক আগে সালাহর ব্যাকহিলে সমতা ফেরায় জাপানের টাকুমি মিনামিনো।
দ্বিতীয়ার্ধে আবার লিড নেয় বার্লিনের দলটি। ১৪ মিনিটের ব্যবধানে দুই গোল করে লিভারপুলের আশা অনেকটা শেষ করে দেন স্তেভান ইয়োভেতিচ। ৪-২ এ এগিয়ে যায় জার্মান ক্লাবটি।
শেষ দিকে অক্সারলেড চেম্বারলিনের অসাধারন গোলেও ম্যাচ বাচাতে ব্যর্থ হয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ৯ মাস পর অধিনায়কের আর্মব্যান্ড হাতে দেয়া ভ্যান ডাইকের ফেরাটাও হ্য় সাদামাটা।
পরের মাসের ৮ ও ১০ তারিখ স্পেনের দুই দল আথলেটিক ক্লাব ও ওসাসুনার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে লিভারপুল।