টসে জিতে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টিতে তাদের তৃতীয় সর্বনিম্ন ৮১ রান তোলে ভারত। ছোট লক্ষ্যে ব্যাট করে ৭ উইকেট আর ৩৩ বল বাকি রেখে সহজ জয় পায় লঙ্কানরা।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। এরপর ৩ বলের মধ্যে ২ উইকেট তুলে নেন হাসারাঙ্গা। ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পরে টিম ইন্ডিয়া। কিছুটা প্রতিরোধ গড়া নিতিশ রানা আর ভুবনেশ্বর কুমারের জুটি ভাঙ্গেন দাসুন শানাকা। শেষ দিকে কুলদ্বীপ যাদবের ব্যাটে ৮০ রান পাড় করে ভারতের তৃতীয় সারির দলটি। শ্রীলঙ্কার হয়ে হাসারাঙ্গা নেন ৪ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটাও নড়বড়ে। দলীয় ২৩ রানে হারায় প্রথম উইকেট। ৫০ তুলতে আরো ২ উইকেট হারায় লঙ্কানরা। তবে চাহারের তিন উইকেটের পর দলকে কোন উইকেট হারাতে দেননি ধানাঞ্জয়া এবং হাসারাঙ্গা। সিলভা ২০ বলে ২৩ ও হাসারাঙ্গা ৯ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।