পর্যটকদের জন্য সীমানা খুলে দেয়ার ঘোষণা সৌদির

আন্তর্জাতিক

করোনাভাইরাসের কারনে বন্ধ থাকা সীমানা পর্যটকদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। 

আজ শুক্রবার দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। করোনার কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সম্পূর্ণ টিকা নেয়া ব্যক্তিদের দেশটিতে ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার।

রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানায় দেশটির পর্যটন মন্ত্রণালয়। ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও জনসন এন্ড জনসনের টিকা নেয়া ব্যক্তিরাই এই ভ্রমণ সুবিধা পাবেন।

এসব টিকা গ্রহণকারীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করতে হবে না বলেও জানানো হয়। তবে ৭২ ঘন্টার মধ্যে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ আসার প্রমাণ স্বাস্থ্য কর্মকর্তাদের দেখাতে  হবে। 

এদিকে ওমরাহ পালনের ব্যাপারে আগের সব বিধি নিষেধই অপরিবর্তিত থাকবে। বর্তমানে দেশটির সম্পূর্ণ ডোজ টিকা নেয়া নাগরিকরা ওমরাহ পালনের অনুমতি পেয়েছেন।