মসজিদে স্বাস্থ্যবিধি মানাতে কমিটির নজরদারি প্রয়োজন

বাংলাদেশ

করোনা সংক্রমণ রোধে দেশের মসজিদগুলোতে নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে না।

করোনা সংক্রমণ রোধে অন্যান্য প্রতিষ্ঠানের মতো মসজিদগুলোতেও নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে বিভিন্ন নির্দেশনা। স্বাস্থ্যবিধি মেনে তিন ফুট দূরত্বে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। বাস্তবে তার কতটুকুইবা মানা হচ্ছে। শুক্রবার, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গিয়ে দেখা গেছে, নির্দেশনা অনুযায়ী জুমার নামাজের আগে মাস্ক পরে মসজিদে আসছেন মুসল্লিরা।  সচেতন অনেকেই নির্দেশনা মতো ঘর থেকে জায়নামাজ নিয়েই মসজিদে আসছেন।

তবে, কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বলা হলেও তা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে। ওজু করে, সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে বলা হলেও অনেক মুসল্লিকেই মসজিদে সুন্নত নামাজ আদায় করতে দেখা গেছে। মুসল্লিরা বলছেন, আগের চেয়ে সচেতন তারা। তবে, স্বাস্থ্যবিধি মানাতে মসজিদ কর্তৃপক্ষের আরো বেশি নজরদারি প্রয়োজন।

এদিকে রাজধানীর বাইরেও দেখা গেছে একই চিত্র। মাস্ক ও বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসলেও দূরত্ব মেনে এখনও নামাজ আদায় হচ্ছে না অনেক মসজিদেই। তবে, সব মসজিদেই করোনা সচেতনায় করণীয় ও মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।