যুক্তরাষ্ট্রে পৌঁছেছে আফগান দোভাষীদের প্রথম দল

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে প্রায় আড়াই হাজার আফগান দোভাষীর সরিয়ে নেয়ার পরিকল্পনায় প্রথম দলটি যুক্তরাষ্ট্রের পৌঁছেছে।

শুক্রবার প্রায় ২০০ দোভাষী ও তাদের পরিবারের সদস্যদের প্রথম দল যুক্তরাষ্ট্রে পৌঁছায়। তাদেরকে ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করা এসব দোভাষী এখন হুমকির মুখে। ২০০৮ সাল থেকে প্রায় ৭০ হাজার আফগান যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।