দেশে করোনায় আরও ২শ’ ১৮ জনের প্রাণ গেছে। এ নিয়ে মোট প্রাণহানি ২০ হাজার ৬শ’ ৮৫ জনের। এছাড়া একদিনে ৯ হাজার ৩শ’ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯শ ৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ৩০ দশমিক দুই চার। মোট শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪শ’ ৮৪ জন।
একদিনে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২শ’ ১২ জন। সুস্থতার হার ৮৬ দশমিক দুই নয়।
অপরদিকে মৃত্যুর হার এক দশমিক ছয় ছয়। ঢাকা বিভাগে টানা কয়েকদিনের মত সর্বোচ্চ মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৭ জন।
এছাড়া, চট্টগ্রামে ৫৫, খুলনায় ২৭, সিলেটে ৯, রাজশাহীতে ২২, বরিশাল ১০, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।