রাজনীতি ছাড়ছেন বাবুল সুপ্রিয়

আন্তর্জাতিক

রাজনীতি ছাড়ছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। শনিবার ফেসবুকে পোস্ট করে রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান বাবুল নিজে।

পাশাপাশি অন্য কোন দলে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। এছাড়া তার ঘনিষ্ঠরা জানিয়েছেন রাজনীতিতে অভিমান থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন বাবুল। বিধান সভা ভোটে পরাজয়, কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে অব্যাহতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে টানাপোরেনসহ আরো বেশ কিছু কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে মনে করছেন তারা। গত বেশকিছুদিন ধরেই বাবুলের রাজনীতি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।