আফগানিস্তানের গুরুত্বপূর্ণ তিনটি শহরের দখল নিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে তালেবান যোদ্ধাদের।
বিবিসি এক প্রতিবেদনে জানায় এরই মধ্যে দেশটির হেরাত, লস্কর গাহ ও কান্দাহারের বেশ কিছু অংশে প্রবেশ করেছে তালেবান।
লস্কর গাহে গভর্নর অফিস থেকে মাত্র কয়েকশো মিটার দূরে রয়েছে তারা। মাঝরাতের পর থেকে তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী।
তালেবানকে প্রতিরোধে স্পেশাল ফোর্সও যোগ দিয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শহরগুলোতে শক্তিশালী অবস্থানে রয়েছে জঙ্গি সংগঠনটি। সাধারণ মানুষের বাড়িঘরে অবস্থান নিয়েছে তারা। সহিংসতার কারণে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা।
এদিকে কান্দাহারের এক সাংসদ জানিয়েছেন, যেকোন সময় শহরটির নিয়ন্ত্রণ নিতে পারে তালেবান। জনবহুল শহরগুলোতে বেসামরিক নাগরিকদের কারণে ভারি অস্ত্র ব্যবহার করতে পারছে না নিরাপত্তা বাহিনী।
আফগান বাহিনীকে সহায়তার জন্য মার্কিন সেনারা তালেবানের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা।