আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকের দক্ষিণাঞ্চলীয় শহরে ‘গণহত্যা’ চালানো হয়েছে উল্লেখ করে তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
এদিকে, তালেবানকে প্রতিহত করতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশটির পার্লামেন্টে একটি নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছেন। কিন্তু সেই নিরাপত্তা পরিকল্পনার কোন বিবরণ প্রকাশ করা হয়নি।
এর আগে, আফগান সেনাবাহিনী জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিনটি প্রদেশে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। সেকারণে ঐ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি হুমকির মুখে পড়েছে।
২০ বছর ধরে যুদ্ধের পর চলতি মাসের ৩১ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সেনাবাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করার ঘোষণা দেয় এবং দেশটি থেকে ইতোমধ্যে প্রায় অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেয়া হয়েছে। সেকারণে, যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।
গত কিছুদিন ধরে তালেবানরা দেশটির ছোট প্রশাসনিক জেলা দখল করার পর প্রাদেশিক রাজধানীগুলোও দখলের চেষ্টা করছে।