আফগানিস্তানে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে বন্দুক হামলায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে মন্ত্রীর বাড়ির কাছে।

মঙ্গলবার (৩ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে এ হামলা চালানো হয়। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বন্দুকধারী নিহত হয়।

কারা এ হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।হামলার সময় বাড়িতে ছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি। হামলার পর বাড়ির সদস্যদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

আফগানিস্তানের বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সাথে তালিবানের চলমান যুদ্ধের মধ্যে এ হামলার ঘটনা ঘটলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহিংসতা বন্ধে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।