ক্রিস্টিনা সিমানোস্কায়া অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন

খেলাধুলা

কোচের সমালোচনা করে বিপাকে পড়া বেলরুশিয়ান অ্যাথলেট ক্রিস্টিনা সিমানোস্কায়া জাপান থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছেছেন ।

সেখান থেকে শিগগিরই পোল্যান্ড যাবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। কোচের সমালোচনা করে প্রাণনাশের আশঙ্কা করতে থাকেন তিনি।

এ বিষয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির হস্তক্ষেপও কামনা করেন।তার অভিযোগ, রবিবার তাকে জোর করে টোকিও বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় বেলারুশে ফিরিয়ে নিতে। তবে জাপানি পুলিশের সহায়তায় ছাড়া পান তিনি। এরপর কড়া নিরাপত্তায় একটি হোটেলে রাখা হয় এই অ্যাথলেটকে।

পরে ইউরোপে আশ্রয় চান তিনি। তবে এটি কোন রাজনতিক সিদ্ধান্ত নয় বলেও জানান। এরপরেই সিমানোসকায়াকে মানবিক ভিসা দেয় পোল্যান্ড ।