নীলফামারীতে বাবা-মায়ের বিরুদ্ধে ২০ হাজার টাকায় নবজাতক সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে।
তবে নবজাতকের মায়ের দাবি বিক্রি নয়, দূরসম্পর্কের বোনের কাছে সেচ্ছায় ছেলেকে তুলে দিয়েছেন তিনি। এজন্য চিকিৎসার জন্য ২০ হাজার টাকা তিনি নিয়েছেন।
পুলিশ জানায়, সকালে হোটেল শ্রমিক নাদিমের স্ত্রী জোসনা বেগম পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর একই মহল্লার জামিলা খাতুনের কাছে ওই নবজাতককে ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
খবর পেয়ে পুলিশ দুই ঘন্টার মধ্যে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দেয়।