নিউ ইয়র্কের গভর্নরের বিরুদ্ধে যৌন হয়রানির প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো’র বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির প্রমাণ পাওয়া গেছে।

এর মধ্যে অনেকে তার সহকর্মী ছিলেন। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

তিনি বলেন, কুয়োমো তার নারী কর্মীদের জোর করে চুমু দেন, জড়িয়ে ধরেন এবং তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যের প্রমাণ পাওয়া গেছে। কর্মস্থলে ভীতিকর পরিবেশ তৈরি করে রাখেন তিনি। তার বিরুদ্ধে ফেডারেল ও স্থানীয় আইন ভঙ্গের অভিযোগও এনেছেন অ্যাটর্নি জেনারেল।

গত বছর অ্যান্ড্রু কুয়োমো’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন একাধিক নারী।  যদিও সব অভিযোগ অস্বীকার করেন তিনি। ৫ মাস ধরে এসব অভিযোগের তদন্ত চলে।