যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পেন্টাগনের বাইরে গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে ধারণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে পেন্টাগন কমপ্লেক্সে মেট্রো বাস প্ল্যাটফর্মে গোলাগুলি হয়।
এঘটনায় পেন্টাগন ভবন সম্পুর্ণ লকডাউনের পর তা আবার তুলে নেয়া হয়। পেন্টাগনের হাজারো কর্মকর্তা ওই বাস প্ল্যাটফর্ম ব্যবহার করেই ভবনে প্রবেশ করেন।
এছাড়া বেশকিছু বাস সার্ভিস ওই প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকে। ঘটনার পর থেকে সেখানে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। হতাহত ও গোলাগুলির বিষয়ে বিস্তারিত কিছু জানান নি পেন্টাগনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।
গোলাগুলির সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এবং সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলে সেখানে ছিলেন না বলে জানা যায়।