বাংলাদেশকে ১২২ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

খেলাধুলা

মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১২২ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১২১ রানে করে অস্ট্রেলিয়া। এর আগে, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।

মিরপুরে এদিনও শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৩ রানে ওদের ওপেনিং পার্টনারশিপ ভাঙ্গেন মেহেদী হাসান। অ্যালেক্স ক্যারিকে ফেরান ১১ রানে। ফিলিপ্পেকে বেশি দূর এগুতে দেননি মুস্তফিজ। এরপর মার্শ-হেনরিকস জুটি চেস্টা করেছেন হাল ধরান। বেশি বিপদজনক হয়ে উঠার আগে ৫৭ রানের জুটি ভাঙ্গেন সাকিব। দারুন ডেলিভারিতে বোল্ড করেন ৩০ রানে থাকা হেনরিকসকে। দলীয় সর্বোচ্চ ৪৫ রান করা মার্শকে সাজঘরে পাঠান শরিফুল। পরের দুই উইকেট মুস্তাফিজের।

কাটার মাস্টার সুবিধে করতে দেননি ওয়েড, আগারদের। শরিফুলের দ্বিতীয় শিকার টার্নার।