লাখ ছাড়ালো ইন্দোনেশিয়ায় করোনায় মোট মৃত্যু

আন্তর্জাতিক

এক লাখ মৃত্যুর মাইলফলক পার করল ইন্দোনেশিয়া।বুধবার পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু এক লাখ ছয়শ ৩৬ জন।মোট শনাক্ত ৩৫ লাখ ৩২ হাজার ছাড়িয়েছে।  

করোনার ডেল্টা ধরনের প্রভাবে গত তিন সপ্তাহ ধরে দৈনিক মৃত্যু হাজারের বেশি দেশটিতে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে বুধবার রেকর্ড দুইশ ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে পাঁচজন।

এছাড়া ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে শনাক্ত হয়েছে ছয়জন।সিডনিতে করোনার ডেল্টা ধরনের প্রভাবে উল্লেখযোগ্য হারে সংক্রমিত হচ্ছে কম বয়সিরা। অন্তত ১৭ টি প্রদেশে ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় নতুন সঙ্কটের মুখে চীন।বুধবারে চীনে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ৪২ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্ত ছাড়িয়েছে ২০ কোটি নয় লাখ। একদিনে প্রাণ গেছে দশ হাজারের বেশি, শনাক্ত ছয় লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।