আজ বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শুক্রবার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বর্তমান সভাপতি দেশ ভারতের নেতৃত্বে দেশটিতে সহিংসতা বন্ধের কার্যকর সমাধান বের করতে আলোচনায় বসবেন নেতারা। দ্য হিন্দু’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

আফগানিস্তানে শান্তি ফেরাতে আলোচনার উদ্যোগ নিয়েছে রাশিয়াও। আগস্টের ১১ তারিখে কাতারে এক বৈঠকে পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলেও বাদ পড়েছে ভারত।

এদিকে বৃহস্পতিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির তালেকান শহরে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ১৩ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন। অন্যদিকে, এক দাতব্য সংস্থার বরাত দিয়ে আফগানিস্তান টাইমস জানিয়েছে, গেল তিন মাসে সহিংসতায় দেশটিতে জোরপূর্বক উচ্ছেদের শিকার হয়েছেন ১০ লাখের বেশি মানুষ। সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল করলে দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক সহায়তা বন্ধ করে দেয়া হবে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকের দক্ষিণাঞ্চলীয় শহরে ‘গণহত্যা’ চালানো হয়েছে উল্লেখ করে তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

উল্লেখ্য, ২০ বছর ধরে যুদ্ধের পর চলতি মাসের ৩১ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সেনাবাহিনীকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করার ঘোষণা দেয় এবং দেশটি থেকে ইতোমধ্যে প্রায় অধিকাংশ সেনা প্রত্যাহার করে নেয়া হয়েছে।সেকারণে, যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশটিতে আবারও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। গত কিছুদিন ধরে তালেবানরা দেশটির ছোট প্রশাসনিক জেলা দখল করার পর প্রাদেশিক রাজধানীগুলোও দখলের চেষ্টা করছে।