আ.লীগের মনোনয়নে চেয়ারম্যান, বরখাস্ত হয়ে খালেদার প্রতি সমর্থন

বাংলাদেশ

প্রকৌশলীকে শারীরিক নির্যাতনের দায়ে বরখাস্তের পর চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান শাজাহান শিশিরের খালেদা জিয়া সমর্থন জানিয়ে সেই ফেইসবুক পোস্ট।

সরকারি প্রকৌশলীকে পিটিয়ে আহত করার কারণে বরখাস্ত হওয়া কচুয়ার সেই উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি প্রকাশ করে খালেদা জিয়ার ছবির পাশে নিজের ছবি সংবলিত একটি পোস্ট নিজের ফেইসবুক আইডি থেকে শেয়ার করেl

আওয়ামী লীগের মনোনয়নে কচুয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন শাহজাহান শিশির। কিন্তু গেল ১৯ জুলাই সরকারি প্রকৌশলীকে নির্যাতনের অভিযোগের ওঠে শিশিরের বিরুদ্ধে। এরপর অভিযোগের সত্যতা পাওয়ায় গেল মাসের ২৩ জুলাই বরখাস্ত হন শাহজাহান শিশির। বরখাস্ত হওয়ার পরদিনই ২৪ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া এক পোস্টে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি নিজের সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেন শিশির। পোস্টটি শিশির নিজেই শেয়ার করেন।

ওই ফেইসবুক পোস্টে দেখা যায় এক পাশে খালেদা জিয়ার ছবি, আরেক পাশে কচুয়ার বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহজাহান শিশিরের ছবি। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত এ চেয়ারম্যানের কর্মকাণ্ডে হতবাক কচুয়াবাসী।

তার পোস্টে জুয়েল সরকার নামে একজন কমেন্টে লেখেন-

উল্লেখ্য, এর আগে চাঁদপুরের কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির বিশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় ইউএনও’র সামনেই চাঁদপুরের উপ সহকারী প্রকৌশলী (শিক্ষা অধিদপ্তর) নূর আলমের উপর সন্ত্রাসি বাহিনী নিয়ে নিজেই হামলা চালিয়েছিল l এ হামলায় প্রকৌশলীসহ আরও দু’জন আহত হন। আহত হওয়ার পর ইউএনও আহত প্রকৌশলীকে কচুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাইলে সেখানেও তাদের বাধা দেয়া হয় l পরে আহত প্রকৌশলীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়l সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এই ঘটনায় আহত প্রকৌশলী থানায় মামলা দায়ের করেl

বরখাস্ত চেয়ারম্যান শাহজাহান শিশির কিছুদিন আগেও ফেইসবুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগে প্রজ্ঞা ও মেধা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলl ফেইসবুকে শাহজাহান শিশির বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নিয়েও ঔদ্ধ্যত্বপূর্ণ মন্তব্য করেনl এছাড়াও বরখাস্ত চেয়ারম্যান শাহজাহান শিশির ৭৫ এর ১৫ আগস্ট নিয়েও বিকর্কিত মন্তব্য করেনl এসব কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়l