মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পরীমণিকে সিএমএম কোর্টে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক শেখ সোহেল রানা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে, শুনানি শেষে বিচারক মামুনুর রশীদ পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পরীমণিকে আদালতে হাজির করার পর তার পক্ষে আদালতে লড়তে ওকালত নামায় স্বাক্ষর করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আইনজীবীরা। আইনজীবীদের মধ্যে কয়েকটি গ্রুপ সৃষ্টি হলে একপর্যায়ে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এজলাস ত্যাগ করেন।
এ সময় আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।‘
পরীমণিকে নিয়ে র্যাবের সংবাদ সম্মেলন শেষে আলোচিত ও সমালোচিত এ চিত্রনায়িকাকে বনানী থানায় নেয়া হয়। সেখান থেকে তাকে আদালতে নেয়া হয়।