মানিকগঞ্জের হরিরামপুরের সুরাই গ্রামে বাজারের ব্যাগে নবজাতকের মরদেহ বহন করার সময় দুই ব্যক্তি স্থানীয়দের হাতে ধরা পড়েছে।
পরে ওই দুই ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক দুই ব্যক্তি মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামের মাজেম মিয়ার ছেলে খালেক মিয়া (৪০) ও তোতা মিয়ার ছেলে সাইদুর রহমান (৩৫)। এদের মধ্যে খালেক মিয়া মুন্নু ফেব্রিক্সে চাকরী করেন।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ওই দুই ব্যক্তি সুরাই গ্রামের ট্রলি চালক সিরাজের বাড়িতে যায়। ওই সময় তারা সিরাজের সাথে বাচ্চা বিক্রির টাকা পয়সা নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। পরে সিরাজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে স্থানীয়রা তাদেরকে আটক করে ব্যাগের মধ্যে দুই দিন বয়সি এক নবজাতকের মরদেহ দেখতে পায়।
আটকের পর স্থানীয়দের কাছে খালেক মিয়া জানান, সিরাজের প্রতিবেশী গোলাপ মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তার (২৩) গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার জয়নগর এলাকায় ড. যোসেফ মেমোরিয়াল হাসপাতাল এন্ড প্যাথলজি সেন্টারে সিজারের মাধ্যমে একটি সন্তান প্রসব করেন। স্বামী পরিত্যক্তা হওয়ায় হাসপাতালের খরচ বহনে ইয়াসমিনের পরিবার অক্ষম ছিল। ইয়াসমিনের প্রতিবেশি সিরাজ ও তার শ্যালক উজ্জলের মাধ্যমে তারা জানতে পারে যে, বাচ্চাটি বিক্রি করা হবে। তাই তিনি (খালেক) তার এক আত্মীয়ের জন্য বাচ্চাটি কিনতে যান। এর জন্য সিজারের খরচ বাদ দিয়ে ইয়াসমিনকে তারা ২০ হাজার টাকা দিতে চেয়েছিল। বাচ্চাটি অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করায় তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসার খরচ বেশি হওয়ায় তাকে পুণরায় যোসেফ মেমোরিয়াল হাসপাতালে ফিরেয়ে আনা হয়।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শিশুটির মৃত্যু হয়।
হাসপাতালের খরচ না দিয়েই ইয়াসমিনের স্বজনরা বাড়ি চলে গেলে আজ সকালে হাসপাতাল থেকে নবজাতকটিকে নিয়ে তারা ইয়াসমিনদের বাড়ি যায় গেলে স্থানীয়রা তাদেরকে আটক করে।
এ ব্যাপারে হরিরামপুর থানার এসআই অতুল জোয়ার্দার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল গিয়ে বিকেল ৪ টার দিকে ওই দুজনকে জিজ্ঞাবাদের জন্য থানায় আনা হয়।
স্বামী পরিত্যক্তা ইয়াসমিনের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, এক ব্যক্তির ধর্ষণের ফলেই তার সন্তানের জন্ম হয়েছে। তার কথামতো ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
অভিযুক্ত ব্যক্তিকে আটক করে তারও ডিএনএ পরীক্ষা করা হবে বলে তিনি জানান।