বার্সা ছাড়ছেন মেসি, মানতে পারছেন না ভক্ত-সমর্থকরা

খেলাধুলা

২০ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা  লিওনেল মেসি। ছয়বারের ব্যালন ডি অর জয়ী এলএমটেন বার্সা ছেড়ে যাবেন, কল্পনায়ও ছিলো না সমর্থকদের। তাই বেশ কষ্টই পাচ্ছেন মেসি ভক্তরা। রিয়াল-বার্সা হাড্ডাহাড্ডি রাইভাল দেখা যাবে না আর, তাই আক্ষেপ লসব্ল্যাঙ্কো ফ্যানদেরও।

খেলোয়াড়দের বেতনের জন্য প্রতিটি ক্লাব একটি নির্দিষ্ট সীমার বেশি খরচ করতে পারবে না, লা লিগার এই আইনের কারণেই শত চেষ্টা করেও লিওনেল মেসিকে ক্যাম্প ন্যুতে ধরে রাখতে পারলো না বার্সেলোনা। রাতে এল ঘোষণা, সকালে স্পেনের সব পত্রিকার শিরোনামে মেসির বার্সা ছাড়ার খবর।

মেসি বার্সেলোনা ছাড়ছেন- মানতেই পারছেন না তার ফ্যানরা।

এক বার্সা ফ্যান বলেন, এমন আইকনিক ফুটবলারের ক্লাব ছেড়ে যাওয়ার ঘোষণায় আমরা খুবই হতাশ।

আরেক হতাশ ভক্ত জানান, এভাবে তার ক্লাব ছাড়া বেদনাদায়ক, করোনা মহামারি শেষ হলে দশর্কভর্তি স্টেডিয়ামে সাধুবাদ জানিয়ে মেসিকে বিদায় জানানো উচিত ছিলো।

এক তরুণ বলেন, একদিকে আমি খুশি যে মেসি পিএসজি বা গার্দিওলার দলের হয়ে খেলবে আর বার্সেলোনায় অন্য খেলোয়াড়দের সুযোগ বাড়বে। আবার ক্যাম্প ন্যুতে তাকে দেখবো না বলেও খারাপ লাগছে।

এক নারী জানান, ক্লাব আর লিগ কর্তৃপক্ষ কি করতে চায় আমি বুঝতে পারছি না। এটা কি শুধুই টাকার জন্য!

এলএমটেনের বার্সা ছাড়ার ঘোষণায় আক্ষেপ রিয়াল মাদ্রিদ ফ্যানদেরও। আগের মতো রিয়াল-বার্সা রাইভাল দেখা যাবে না বলেই হয়তো।

রিয়াল ভক্ত এক নারী বলেন, মেসি বার্সা ছেড়ে যাচ্ছে, রামোস রিয়াল ছেড়ে দিয়েছে। তাই আমার মনে হয় এবার রাইভালে বার্সেলোনার বিপক্ষে সহজ জয় পাবে রিয়াল।

এক তরুণ জানান, এটি রিয়াল মাদ্রিদের ফ্যানদের জন্যও দুঃখের খবর। মেসি স্প্যানিশ চ্যাম্পিয়নশিপের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে না থাকলে রিয়াল-বার্সা রাইভাল আর আগের মতো হাড্ডাহাড্ডি হবে না।