নাটোরের দত্তপাড়া বাজারে বিজিবি’র নাম সাটানো গাড়িতে যাত্রি পরিবহন করতে দেখা গেছে একটি বাসকে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাসে একটি কোষ্টার সার্ভিস ও সদর উপজেলার দত্তপাড়া বাজার যাত্রিবাহি ঢাকা কোচে ‘বিজিবি’ লেখা গাড়িতে যাত্রি পরিবহন করতে দেখা যায়।
দত্তপাড়া ঢাকা বাসস্টেন্ডে দাড়িয়ে থাকা বাসটির নম্বর ‘ঢাকা মেট্রো-ব-১১-১১৩১’। এ বিষয়ে জানতে গেলে গাড়ির চালক বা হেলপারকে পাওয়া যায়নি। যাত্রিদের জিজ্ঞাসা করলে, তারও সেখান থেকে ধীরে ধীরে সটকে পরেন।
এ বিষয়ে দত্তপাড়ার স্থানিয় বাসিন্দা রফিক মন্ডল বলেন, গাড়িটির পেছনে ও সামনে ‘বিজিবি’ লেখা দিয়ে হয়তো যাত্রি বহন করছে। যাত্রিদের মুখেও মাস্ক বা কোন দুরত্ব ছিল না। যা চরম স্বাস্থ্য ঝুকি। প্রশাসনের বিষয়টি দেখা দরকার।
এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শামিম আহম্মদ বলেন, চিহ্নিত দুটি স্থানেই নির্বাহী ম্যাজিষ্ট্রেট গেছেন। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।