শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হল। রেকর্ড দামে অ্যাস্টন ভিলা ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পা রাখলেন জ্যাক গ্রিলিশ।
বৃহস্পতিবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রিলিশকে দলভুক্ত করার ঘোষণা দিয়েছে ম্যান সিটি। ইংল্যান্ডের ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার ছয় বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিলেন।
গ্রিলিশকে দলে টানতে ১০ কোটি পাউন্ড খরচ হয়েছে ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের ইতিহাসে এখন সবচেয়ে দামি ফুটবলার ২৫ বছর বয়সী এই খেলোয়াড়। ২০১৬ সালে য়্যুভেন্তাস থেকে পল পগবাকে আট কোটি ৯৩ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দলে ফিরিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাস্টন ভিলার সঙ্গে নতুন চুক্তি করেছিলেন গ্রিলিশ। তবে মেয়াদের চার বছর বাকি থাকতেই ক্লাব ছাড়লেন তিনি। গ্রিলিশের আগমনে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে ও অধরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিযান শুরু করতে যাওয়া পেপ গার্দিওলার দলের শক্তি নিশ্চিতভাবেই বাড়াবে।
সবশেষ ২০২০-২১ মৌসুমে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে সিটির নজরে পড়েন গ্রিলিশ। সবমিলিয়ে খেলা ২৭ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেন ১০টি। অ্যাস্টন ভিলার মৌসুমসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।