হিরোশিমা দিবসের ৭৬তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্যের কিছু অংশ ভুলবসত এড়িয়ে যাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
শুক্রবার বার্ষিক স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেন দেশটির সুগা। বক্তব্যের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি। তবে, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে চলতি বছরের শুরুতে জাপান সরকারের যে আন্তর্জাতিক চুক্তি হয় তা বাস্তবায়ন নিয়েও কিছু বলেননি সুগা।
তিনি বলেন, ‘পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু নীতি রয়েছে। যদিও অনুষ্ঠানে হিরোশিমার মেয়র চুক্তিতে বিশ্ব নেতাদের স্বাক্ষর করার জোর আহ্বন জানান। এই চুক্তিতে এখন পর্যন্ত ৫০টি দেশ অংশ নিলেও, যুক্তরাষ্ট্রসহ পারমাণবিক অস্ত্রসম্পন্ন দেশগুলো চুক্তি করেনি।
বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে বিশ্বে প্রথমবারের মতো পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় হিরোশিমার বেসামরিক ও নিরস্ত্র শিশু-নারী-পুরুষসহ প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়।