অজিদের ১০৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৯ উইকেটে ১০৪ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস। জিততে হলে অজিদের করতে হবে ১০৫ রান।

টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত শেষে চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ। ব্যাট করতে নেমে আবারো ব্যর্থ হন ওপেনার সৌম্য সরকার। ১০ বলে ৮ রান করে হ্যাজেলউডের শিকারে পরিণত হন তিনি। এ নিয়ে সিরিজের চার ম্যাচেই ব্যর্থ সৌম্য। কোন ইনিংসেই দুই অংকের রান সংগ্রহ করতে পারেননি তিনি।

এরপর অপর ওপেনার নাঈম শেখ ও সাকিব আল হাসান মিলে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। তবে অজি বোলিং তোপে টিকতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। হ্যাজেলউডের ২য় শিকারে পরিণত হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৫ রান।

তারপর পরপর দুই ধাক্কা। মিচেল সুইপসনের জোড়া শিকারে রানের খাতা খোলার আগেই বিদায় নেন মাহমুদুল্লাহ ও সোহান।

তার কিছুক্ষণ পরই সুইপসনের তৃতীয় উইকেট। ব্যক্তিগত ২৮ রানে প্যাভিলিয়নে ফেরেন নাঈম। আফিফ কিছুটা চেষ্টা করলেও ২০ রান করে আউট হন অ্যাগারের বলে। টিকতে পারেননি শামীমও। ৮৩ রানেই ৭ উইকেট নেই বাংলাদেশের।

শেষদিকে মেহেদি হাসানের ১৬ বলে ২৩ রানে ১শ’ রান পার করে টাইগাররা।

অজিদের পক্ষে মিচেল সুইপসন ৩টি, অ্যান্ড্রু টাই ৩টি, হ্যাজেলউড ২টি ও অ্যাগার ১টি উইকেট দখল করেন।