রিওর পর টোকিও অলিম্পিকেও ফুটবলের স্বর্ণ জিতলো ব্রাজিল। পুরুষ ফুটবলের ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। নির্ধারিত সময়ে ম্যাচে ছিল ১-১ এ সমতা। অতিরিক্ত সময়ে ম্যালকমের গোলে স্বর্ণ উঠলো ব্রাজিলিয়ানদের গলায়।
অলিম্পিকে পুরুষ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো সোনা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, সবশেষ দুই হাজার সালের অস্ট্রেলিয়া অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী স্পেনের লক্ষ্যও দ্বিতীয় শিরোপা।
ম্যাচের শুরু থেকে দাপট দেখায় ব্রাজিল। বল পজিশনে আধিপত্য থাকলেও মিলছিলো না গোলের দেখা। ৩৮তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া। স্পটকিকে রিচার্লিসনের ব্যর্থতা।
গোলশূন্যভাবে শেষ হওয়ার পথে ফার্স্ট হাফ। ইনজুরি টাইমে স্প্যানিশ ডিফেন্সে গড়বড়। দানি আলভেজের সেটআপে ম্যাথিউস কুয়েনহার গোলে ডেডলক ভাঙে ব্রাজিলের।
সেকেন্ড হাফ। ম্যাচে ফিরতে মরিয়া স্পেন। মিডফিল্ডের দখল নিয়ে চালাতে থাকে আক্রমণ। ফল মিলে ঘমিকেল ওয়ারজাবালের গোলে সমতায় স্প্যানিশরা।
৮৭তম মিনিটে দ্বিতীয় গোলটি পেয়েই যাচ্ছিল স্পেন, তবে ব্রায়ান গিলের শট লাগে বারে। এরপর আর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে সুযোগ পেয়েও জাত চেনাতে পারলেন না রিচার্লিসন। বারবার আক্রমণে উঠলেও দেয়াল হয়ে ছিলেন উনাই সিমোন। তবে ম্যাচের ১০৮তম মিনিটে আর পারলেন না স্প্যানিশ গোলকরক্ষক। ব্রাজিলকে ব্যবধান গড়ে দেন ম্যালকম।
শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে স্পেন। তবে হয়নি সফল। অলিম্পিক ফুটবলে স্বর্ণ ধরে রাখার আনন্দে মাতে সেলেসাওরা।