সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রথমবারের মধ্যে আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানী দখলে নিল তালেবান।
শুক্রবার স্থানীয় সময় দুপুরের মধ্যেই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখলে নিয়েছে তারা।
এর আগে দেশটির সীমান্ত এলাকা ও গ্রামাঞ্চল দখলে নিলেও প্রথমবারের কোন প্রাদেশিক রাজধানী দখল করল তারা। জারাঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এছাড়াও হেরাত ও লস্কর গাহ প্রদেশ দখলেও আফগানের সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চালাচ্ছে তালেবান।
এদিকে শুক্রবার রাজধানী কাবুলে গুলি করে হত্যা করা হয় দেশটির মিডিয়া প্রধান দাওয়া খান মেনাপালকে। দেশটির সংকট নিরসনে বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এ দিন আফগানিস্তানের কাবুলে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বলা হয়েছে গত মাসে আফগান তালেবান যুদ্ধে এক হাজারেও বেশি বেসামরিক নাগরিক মারা গেছে।