জাপানে ট্রেনে ছুরিকাঘাতে ১০ যাত্রী আহত

আন্তর্জাতিক

জাপানের রাজধানী টোকিওতে ট্রেনের ভেতর এক ব্যক্তির ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

টোকিওর দমকল বাহিনীর বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আহত ১০ যাত্রীর মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের অবস্থা ভাল থাকায় তাকে হাসপাতালে নেয়া হয়নি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। সেখানে গিয়ে ট্রেনের ভেতরে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ট্রেনে থাকা এক চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়।