টাইগারদের প্রশংসা বিশ্বের গণমাধ্যমে

খেলাধুলা

অজিদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের খবরে সয়লাব বিশ্ব মিডিয়া। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলো আফসোস করছে কেন সিরিজটি সম্প্রচার করা হচ্ছে না তাদের দেশে। ভারত, ইংল্যান্ডসহ আরো অনেক দেশের নিউজ সাইটেই শিরোনাম হয়েছে টাইগারদের দাপট নিয়ে।

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ে, উল্লাস থামছেই না। মাঠ, ড্রেসিং রুম উৎযাপনের শিহরণ ছড়িয়ে গেছে বাংলাদেশের কোণে কোণে।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচের রেশ ছড়িয়ে গেছে গোটা বিশ্বে। খবরের শিরোনামে ফুটে উঠেছে টাইগারদের জয়গাঁথা। অজিদের পোর্টাল সিনডি মর্নিং হেরাল্ড লিখেছে, এমন একটা ট্যুর, অথচ আমাদের দেশে কেউ সম্প্রচারই করলো না।

অস্ট্রেলিয়ার আরেক পত্রিকা দ্য এইজ লিখেছে, এলিজের হ্যাটট্রিক-টানা ৫ টি-টোয়েন্টি সিরিজ হার অস্ট্রেলিয়ার। সিডনি টাইমস লিখেছে, এলিজের হ্যাটট্রিকের পরও হেরেছে অজিরা।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ওয়েব পোর্টালে লিখেছে, মার্স-অ্যালিজের ব্রিলিয়ান্ট পারফরমেন্সের পরও জিততে পারলো না অহজিরা। আর ইংলিশ গণমাধ্যম ন্যাথান অ্যালিজের হ্যাটট্রিকের খবর দিতে গিয়ে ম্যাচের রেজাল্ট জানাতেই ভুলে গেছে।

কোলকাতার আনন্দবাজার লিখেছে, বাংলাদেশের চমক, দুই ম্যাচ বাকি থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষ সিরিজ জয়। হিন্দুস্তান টাইমসের হেডলাইনটাও একই রকম। টাইগারদের জয়টাকে তারা বিশেসায়িত করেছে ঐতিহাসিক বলে।

ইন্ডিয়ান এক্সপ্রেসও তুলে ধরেছে টাইগারদের অজিবধের খবর। টুইটারে ওয়াসিম জাফরসহ অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন টাইগারদের জয়ে।