টিসিবির পণ্যের ওপর নির্ভরশীল অনেকেই

বাংলাদেশ

কম দামে পণ্য কিনতে রংপুরের টিসিবির পয়েন্টগুলোতে মানুষের দীর্ঘ লাইন। করোনায় রোজগার কমে যাওয়ায় অনেকেই নির্ভরশীল হয়ে পড়েছেন টিসিবির পণ্যের ওপর।

কিন্তু বিক্রয় কেন্দ্র কমে যাওয়ায় একদিকে যেমন দুর্ভোগ বেড়েছে অন্যদিকে পণ্য কিনতে ছুটতে হচ্ছে দূর-দূরান্তে। জেলা প্রশাসক জানিয়েছেন, সরবরাহ কমে যাওয়ায় পয়েন্ট কমানো হয়েছে।

প্রচন্ড গরমে নগরীর কাছারী বাজারে টিসিবির পয়েন্টের সামনে দীর্ঘসারি শুধু বাজারের থেকে কিছুটা কম দামে পণ্য কিনতে। অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই প্রশাসনের তদারকিও। ফলে ঝুঁকি বাড়ছে করোনা সংক্রমণেরও।

একেকটি ট্রাকে প্রতিদিন ৩০০ কেজি চিনি, ২০০ কেজি ডাল ও ৬০০ লিটার তেল বিক্রি করা হচ্ছে। তবে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় ক্রেতাদের সাথে ঘটছে নানান অপ্রিতিকর ঘটনা।

ঈদের আগে টিসিবি এখন তা কমিয়ে  করা হয়েছে ৯টি। ফলে অনেক দূর থেকে পয়েন্টগুলোতে আসতে হচ্ছে ক্রেতাদের, এতে  দূর্ভোগ বেড়েছে । তবে জেলা প্রশাসক জানিয়েছেন,যতদ্রুত সম্ভব পয়েন্টের সংখ্যা বাড়ানো হবে।

করোনা দূর্যোগ মোকাবেলায় সরকারের নানান বিধি নিষেধে এখন অনেকেই কর্মহীন। আবার অনেকেরই কমেছে আয় রোজগার। ফলে সাধারণ মানুষের ভীড় বেড়েছে টিসিবির পয়েন্টগুলোতে।