গ্রিসে দাবানলের আগুনে মৃত্যু হয়েছে এক দমকলকর্মীসহ দুইজনের। আগুনে দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটির ছয় অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে ১৫৪টি দাবানলের সঙ্গে লড়ছে দমকলবাহিনীর সদস্যরা। রাজধানী এথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলছে দাবানল।
প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে বাসিন্দারের। উত্তর এথেন্সে বেশি বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলবাহিনীকে।
আগুন ছড়িয়ে পড়েছে ইভিয়া দ্বীপ ও অলিম্পিকের জন্মস্থান অলিম্পিয়াতেও। গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি আগুনে পুড়ে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।