যুক্তরাষ্ট্রে গত ছয়মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষের, যা গত ছয়মাসের মধ্যে সর্বোচ্চ।

দেশটিতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৭৫০ জনের। গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্রের বেড়েছে করোনার সংক্রমণ। আর এজন্য করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকেই দায়ী করছে মার্কিন প্রশাসন।

সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ দেখা যাচ্ছে ফ্লোরিডা, টেক্সাস, মিসৌরি, আরকানসাস, লুইজিয়ানা, আলাবামা ও মিসিসিপিতে। 

এদিকে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৩১৯ জনের। চলতি বছরে এটিই অঞ্চলটিতে সর্বোচ্চ। এছাড়া রাজ্যটিতে করোনায় একদিনে মারা গেছেন পাঁচজন। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডে লকডাউন চললেও কমছে না সংক্রমণ। ইন্দোনেশিয়া করোনায় নতুন করে প্রাণ গেছে ১৬শ’র বেশি মানুষের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ই মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।