অস্ট্রিলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সাকিবের ব্যাট আর বল হাতে পারফরম্যান্সে এতটাই মিল যে, ব্যাপারটাকে ভুতুড়ে মনে হতে পারে। আবার সেই ভুতুড়ে পারফরম্যান্সই হয়ে গেল রেকর্ড!
দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতে ৫ উইকেটে, সাকিব ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ২৬ রান। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতল ১০ রানে, এবারও সাকিবের ব্যাট হাতে ২৬ রান, বল হাতে ১ উইকেট।
দুই ম্যাচেই সাকিব চার ওভার বল করে রান দিয়েছেন সমান ২২টি করে! দুই ম্যাচেই সাকিবের ওভার প্রতি গড়ে রান দেওয়ার হার ৫.৫০! এই মিলেই একটা রেকর্ড হয়ে গেছে।
ক্রিকেটের রেকর্ড বলছে, টি-টোয়েন্টিতে একই দলের বিপক্ষে পরপর দুই ম্যাচে একজন খেলোয়াড়ের একই রকম স্কোর ও একই রকম বোলিং ফিগার এর আগে কখনো দেখা যায়নি।