গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২০৪ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
শনিবার (৭ আগস্ট) এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতেই ভর্তি হয়েছেন ১৯৪ জন। আর ঢাকার বাইরের ১০ জন।
অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৮ জন, অন্যান্য বিভাগে ৩৯ জন।
চলতি বছর ৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪ হাজার ৩১৯ জন।