উপনির্বাচনে ভবানীপুরের হয়ে লড়তে পারেন মমতা

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে নিজ আসনে হেরেও মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে ভবানীপুরের উপনির্বাচনে।

আসনটিতে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হলেও এরই মধ্যে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচার শুরু করে দিয়েছে তার দল তৃণমূল কংগ্রেস।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এর আগে রাজ্যে বিধানসভা নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান নিয়ে প্রচারণা চালালেও উপনির্বাচনকে ঘিরে তৈরী হয়েছে নতুন স্লোগান। তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দের পক্ষ থেকে নতুন এই স্লোগানে মমতাকে ভবানীপুরের মেয়ে হিসেবেই তুলে ধরা হয়েছে। সময় নির্ধারণ না হলেও  সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানটি দিয়ে শুরু হয়েছে জোর প্রচার। ব্যানারও ছড়িয়ে পড়েছে ভবানীপুর জুড়ে।

এর আগে ২০১১ সালের উপনির্বাচন ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মমতা। চলতি বছরের  নির্বাচনে ভবানীপুরে তৃণমূলের প্রার্থী হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জয় পেলেও মে মাসে আসনটি থেকে পদত্যাগ করেন তিনি। আসনটিতে মমতা বন্দোপাধ্যায়কে সম্ভাব্য প্রার্থী ধরেই তাই এই আগাম প্রচার।