কাবুলে তালেবানের বোমা হামলায় বিমানবাহিনীর পাইলট নিহত

আন্তর্জাতিক

আফগানিস্তানের কাবুলে তালেবানের বোমা হামলায় দেশটির বিমানবাহিনীর এক পাইলট নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছে পাঁচ বেসামরিক নাগরিক।

শনিবার কাবুলে পাইলট হামিদুল্লাহ আজিমির গাড়িতে বোমা বিস্ফোরিত হয়।  গত চার বছর ধরে আফগান বিমানবাহিনীর পাইলট হিসেবে কর্মরত ছিলেন তিনি। নিরাপত্তার জন্য এক বছর আগে সপরিবার নিয়ে কাবুলে চলে আসেন আজিমি। হামলার দায় স্বীকার করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রিটিশ নাগরকিদের দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তালেবান ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তীব্র হওয়ায় সেখানে থাকা নাগরিকদের সতর্ক করে দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।