যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ক্যাপিটলে হামলার দিন আলেকজান্ডার এভেরেট ও কেইটলিন এভেরেট পুলিশ দম্পতি দাঙ্গাকারীদের অনুপ্রবেশের সময় নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে শুক্রবার তাদের চাকরি থেকে অব্যাহতি দেন সিয়াটলের পুলিশের অন্তর্বর্তী প্রধান অ্যাড্রিয়ান ডিয়াজ।
তদন্ডে জানা গেছে, ক্যাপিটলে হামলার আগে ট্রাম্প-সমর্থকদের এক সমাবেশেও অংশ নিয়েছিলেন এভেরেট দম্পতি। মার্কিন নির্বাচনে জো বাইডেনের জয়ের পর গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সেসময় নিহত হন এক পুলিশ কর্মকর্তাসহ ছয়জন। দাঙ্গায় জড়িত থাকার আভিযোগে অন্তত ৫৩৫ জনকে গ্রেপ্তার করে মার্কিন পুলিশ।